top of page

এখানে বৃষ্টি মুখর লাজুক গাঁয়ে

এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা

সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে

পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা।

সুকান্ত ভট্টাচার্য

স্বাগত

 

আমার খাতায় নিজেকে এবং আপনাদের স্বাগত। অনেক দিনের ইচ্ছে মনের হাবিজাবি ভাবনা গুলোকে এক জায়গায় করি। সেই থেকেই এই খাতা লেখার শুরু। হয়তো লিখে যেতে পারবো এই ভাবে, হয়তো বা সময়ের অভাবে ধুলো জমবে এই খাতায়। তবুও চেষ্টাটা থাকবে, আর কারুর জন্য না হলেও নিজের জন্য।

আমি আদ্যোপান্ত বাঙালি। কর্মফলে ইংরাজি ভাষার প্রয়োগে মাঝে মাঝেই হাঁফ ধরে। তাই নিজের সাথে নিজের কথা টুকু আমার বাংলাতেই থাক।

সূচিপত্র

Contents

ভ্রমনের ইতিকথা

আমি সাধারণত বছরে একবার ছুটি নিয়ে থাকি, আর এই সময়টা ব্যবহার করি আমার কাজের প্রতি অত্যধিক নেশা কাটানোর জন্য। যদিও প্ল্যান করি পুরো সময়টা বাড়িতে কাটানোর, পরিবার আর বন্ধুবান্ধবদের মাঝে, তাহলেও মাঝে মাঝে বেরিয়ে পড়ি ঘুরতে। প্রকৃতির মাঝে দেখেছি আমার সেরে ওঠাটা আরও তাড়াতাড়ি হয়। তার মানে এই দাঁড়ায়, যে আমি ঘুরে বেড়াতে খুব ভালবাসি, সে নতুন কোনও জায়গা হোক, কিম্বা পপুলার কোন ট্যুরিস্ট স্পট। জানি, সব ঘোরার বিবরণ লিখতে পারবো না, এখন তো নয়ই। তবুও যে জায়গার স্মৃতি গুলো মনে ছাপ ফেলে যায়, সেগুলো তো লিখে রাখতেই পারি। এই অংশটা সেই স্মৃতি গুলোকেই আটকে রাখার জন্য রাখলাম।

Blogs about my trips -

I usually take a break once a year to heal myself from work addiction. While I prefer to spend these healing sessions with my family and friends at home, sometimes the medications work best in close contact with nature. In simple words, I love travelling, explore new places and even don't mind going to popular tourist spots. Even if I try to write about all these, I know that is impossible at this moment. So, I start by writing some of my unforgettable experiences in this section.

আলগা কিছু খেয়াল

কখনও কখনও হয় না – অফিসে যাওয়ার সময়, দোকান বাজার করার সময়, রাস্তায় হাঁটতে হাঁটতে, কিম্বা হটাতই রাতে ঘুম ভেঙ্গে – কিছু ভাবনা এসে মাথায় ভিড় করে। রোজকার এই সামান্য চিন্তা ভাবনাগুলো নিয়েই এই অংশটা। আমার প্রত্যেক দিনের অজস্র ভাবনার একটা ছোট দিনলিপি। কিছু খুবই নিজের ভাবনা তোলা থাকল মনের কোন গোপন স্থানে, আর এখানে সেই অনুভূতি গুলো রাখলাম যেগুলো কখনও আমাকে ভাবিয়েছে নতুন করে, চিন্তা করতে শিখিয়েছে একটু অন্য ভাবে। 

Blogs about some thoughts suddenly crossing my mind –

It often happens in daily life when certain thoughts knock at our mind, perhaps while going to the office, in the market, during an afternoon stroll, in the shower and sometimes, waking up at midnight. This section is dedicated to sharing these thoughts with you and how I behave when they came to me. Obviously, the intimate ones will be in my journal which can never be shared, sometimes not with myself. Apart from those nasty little ones, I will put down some key happenings of my life in this section. 

অনুসন্ধিৎসু মন

আমার দিনের বেশীর ভাগ সময়টা কাটে যে জিনিসগুলো নিয়ে, সেই বৈজ্ঞানিক চিন্তা ভাবনার ফসল এই অংশে জমিয়ে রাখবো। এরকম অনেক বার হয় যখন কোন একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে, নতুন কোন ভাবনা দুম করে মাথায় আসে। সেই ভাবনা গুলো হয়তো কোনদিন পরীক্ষা করে দেখা হবে না, সত্যি মিথ্যে যাচাই হবে না – কিন্তু এগুলো আমাদের রোজকার নিত্যসঙ্গী, অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার উপায় নেই। ভেবে দেখেছি, বৈজ্ঞানিক আবিষ্কারের থেকে এরা কোন অংশে কম তো নয়ই, বরং মাঝে মাঝে আরও বেশী চমকপ্রদ। সেই অনুভূতি গুলোর জন্য এই জায়গাটা বরাদ্দ করে রাখলাম।

This is my forte - when my scientific mind tells

​As you may have noticed my blog page name - order and chaos. While the above section is full of chaos, this section is orderly and comes straight from my scientific mind. Most of my daily routine revolves around these things and naturally, experiences of different kinds flood my minds. This section is to share some of those ideas, memories and experiences with you and believe me, you will enjoy these even more as - the truth is often stranger than fiction.

bottom of page