top of page
![](https://static.wixstatic.com/media/41d000_a5a016c0c12e235dd871ab8041e8bc40.png/v1/fill/w_1920,h_1160,al_c,q_95,enc_avif,quality_auto/41d000_a5a016c0c12e235dd871ab8041e8bc40.png)
ভ্রমণের ইতিকথা
একদিনের প্যারিস
‘কেমন লাগল প্যারিস?’ প্রশ্নটা এল আমার স্যার এর থেকে। ‘খুব ভাল’, এর থেকে আর বেশি কি বলব মাথায় এল না সেই মুহূর্তে। বলতে ইচ্ছা করছিল অনেক কিছু, বলার ছিলও অনেক, কিন্তু ভাষার অভাবে জড়িয়ে গেল সব কিছু। তাই ভাবলাম লিখে রাখি, পরে যখন নিজে পড়ব, আরও একবার ঘুরে আসতে পারব প্যারিস থেকে। সেই ভাবনা থেকেই এই লেখার শুরু।
![](https://static.wixstatic.com/media/41d000_00fc0d5cab90445cac6eebe46f5dd871.png/v1/fill/w_95,h_21,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_avif,quality_auto/41d000_00fc0d5cab90445cac6eebe46f5dd871.png)
আকাশ পথে ছোটা ছুটি
bottom of page