top of page

অনুসন্ধিৎসু মন

মৌলিক গবেষণা করে কি লাভ ?

বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের একটা প্রশ্নের মুখে বার বার পড়তে হয় আমাকে - কি নিয়ে গবেষণা করছ? কি লাভ এই কাজ করে? মানুষের কোন উপকারে লাগবে তোমার এই কাজ? একই প্রশ্ন দেখেছি আমার অনেক সহকর্মীর মধ্যেও, সময় বিশেষে আমার মনেও এই প্রশ্ন জেগেছে বেশ কয়েক বার, অস্বীকার করার উপায় নেই। সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়নি এতদিন, যখন একটা অনুরোধ এলো এই নিয়ে একটা প্রবন্ধ লেখার। লিখতে গিয়ে আমিও অনেক প্রশ্নের উত্তর পেলাম, সেই প্রবন্ধ টা এখানে তুলে দিলাম। যদিও ইংরাজিতে লেখা, তবুও মনে হয় যারা এই প্রশ্নের উত্তর খোঁজে আমার মতো, তাদের ভালো লাগবে। 

সত্যি, না কি??

এই লেখাটা কয়েকদিন আগে আমার সাথে এক সিনিয়রের কথোপকথনের ফলাফল। করোনা ভাইরাস নিয়ে চারপাশে এতরকম কথা, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, বুঝতে না পেরে যখন পুরো ঘেঁটে যাবার উপক্রম, তখন আমার সিনিয়র কানাইদার সাথে এই কথাবার্তার মধ্যে দিয়ে কয়েকটা জিনিস পরিষ্কার হয়েছিল। এখনও অনেক প্রশ্ন আছে মনে, ধোঁয়াশা রয়ে গেছে এখনও অনেকগুলো জিনিস নিয়ে। আসতে আসতে সেগুলো সব ক্লিয়ার করবো কানাইদার কাছ থেকে। একা ভুল প্রমাণিত হবার থেকে সাথে আরও কয়েকজনকে পেলে মন খারাপটা কম হয়, সেই আশা নিয়েই এই লেখার শুরু। কথার শেষে কানাইদাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এই কথাগুলো লিখে আমার ওয়েব পেজে দেবো কিনা। কানাইদা বলেছে, আমার তো অনেক জিনিস পুরোটা জানা নাও থাকতে পারে, তোর লেখা পড়ে যদি কেউ আমার কোন ভুল ভাঙিয়ে দেয় বা আমি নতুন কিছু জানতে পারি, তাতে তো আমারই লাভ। তাই, প্রশ্নের আর তর্কের অপেক্ষায় এই লেখার শেষ। লিখতে গিয়ে বুঝেছি, সব মিলিয়ে আমার প্রশ্ন ছিল চারটে। সেই মতো এই লেখাটাকে চার ভাগে ভাঙলাম।

Subscribe for updates

Thanks for submitting!

© 2020 by Achyut K Banerjee. Proudly created with Wix.com

  • Instagram
  • Facebook

You are visitor number...

bottom of page