top of page

আলগা কিছু খেয়াল

বিদায় বোম্বে

কর্মসূত্রে আমি তিন মাস মতো ছিলাম ভারতবর্ষের বানিজ্য রাজধানী মুম্বাই শহরে। এটা ২০১৭ সালের কথা। থাকতাম ভিলে পার্লের পূর্ব দিকে, সেখান থেকে হেঁটে বা অটোতে অফিসে যেতাম পশ্চিমে। হেঁটে লাগত আধ ঘণ্টা মতো, অটোতে ১০ মিনিট। এই তিন মাস আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা, সে গল্প লেখার ইচ্ছে রইল। এই লেখাটা লিখেছিলাম আমার শেষ অফিসে যাবার দিন, পরের দিন কলকাতা ফিরব - চিন দেশ থেকে ডাক এসেছে। ভালো লেগেছিল না খারাপ লাগছিল, জানি না - কিন্তু এই লেখাটা পড়লে আমি আজও সেই তিনটে মাসে আবার একবার ফিরতে চাই। লিখেছিলাম ইংরাজিতে, সেটাই এখানে তুলে দিলাম।   

ছেড়ে যেতে পারিনি

এটা আমার ডায়েরির পাতা থেকে তুলে আনা গত তিন মাসের কয়েকটা দিনের কথা। এতদিন গুছিয়ে উঠতে পারিনি, রোজ ভেবেছি আজকেই করে ফেলব – কিন্তু হয়ে ওঠেনি। আজ সেই কাজটা সেরে উঠে মনে হচ্ছে, এগুলো যখন লিখেছিলাম তখন মনেই হয়নি এই লেখাগুলোকে এক জায়গায় করতে বসে নিজেকে আবার নতুন করে চিনতে পারবো। সেই ভাবনাগুলো এখানে তুলে আনবার একটাই তাগিদ অনুভব করেছি আমি, প্রতিদিন আমার চেনা মানুষ গুলোর সাথে কথা বলে যে তাগিদ আরও জোরাল হয়ে উঠছে। আমার শেষ তিন মাসের অভিজ্ঞতা যদি একজনকেও একটু অন্য ভাবে ভাবায়, সেই তাগিদই  এই লেখার অনুপ্রেরণা।

bottom of page