top of page

আমার খাতা

নমস্কার, আমি অচ্যুত আর আপনাকে স্বাগত আমার খাতার পাতায়।

গাছপালা নিয়ে আমার গবেষণা আর এই কর্মসূত্রে আমি এখন চিন দেশে। ভারতবর্ষ থেকে ডক্টরেট উপাধি নিয়ে ২০১৮ সালে আমার এই দেশে আসা। ছোটবেলা থেকে সাহিত্য আর ইতিহাসের দিকে ঝোঁক ছিল প্রবল। মনের কল্পনায় রঙ মিশিয়ে কবিতা, ছোট গল্প, পত্র পত্রিকায় লেখালেখি চলত অল্পবিস্তর। ভালবাসার আর ভাললাগার সেই সৃষ্টিতে নিজেই নিজে মুগ্ধ হতাম, স্বপ্ন দেখতাম এই নিয়েই ভবিষ্যতে কিছু করবো। কালেভদ্রে চলে গেলাম বিজ্ঞান সাধনার দিকে, কি ভাবে সে এক অন্য গল্প, পরে কোথাও বলব। আমি আজও লিখি, কিন্তু সে লেখা নিজের ডায়েরির পাতার জন্য নয়, বৈজ্ঞানিক পত্র পত্রিকা তার দাম দেয়। কল্পনা সেখানে যুক্তির বেড়াজালে বন্দী, প্রমাণের হাত ছেড়ে এক পাও হাঁটা এখানে বারণ।

 

গত ১০ বছরে অনেকবার ইচ্ছে হয়েছে একবার খুঁজে দেখি ছোটবেলার হারিয়ে যাওয়া সেই মনটাকে, যেটা অবাক হতে জানতো, কারণ ছাড়াই হাসতে জানতো, অপেক্ষা করতো না কোন বিশেষ ভালোলাগার। মাঝে মাঝে হারিয়ে যাওয়া ছোটবেলাটা আজও উঁকি মারে, সময়ে অসময়ে সে আজও তার অস্তিত্ব জানান দেয়। তার সেই শব্দগুলোকে ধরে রাখতে চেয়েছি অনেকবার, ছড়িয়ে ছিটিয়ে জমিয়ে রেখেছি এতদিন অনেক জায়গায়। এই প্রথম চেষ্টা শুরু করলাম সেই শব্দগুলোকে এক জায়গায় জমানোর, যাদের প্রতিধ্বনি শুনতে শুনতে কেটে যাবে মন খারাপের কোন বিকেল, আবেগহীন আমার এই ব্যস্ত কর্মজীবনে যে প্রতিধ্বনি বাঁচিয়ে রাখবে আমার ছোটবেলা।

Hi, my name is Achyut, and welcome to my ABOUT ME page.

 

I am a scientific researcher in the domain of plants. Being born and brought up in India, I am now settled in China. I was fond of literature and history from my very childhood, and never thought to walk along the path of science. Out of passion in those days, many poems and short stories were scripted in my personal journals. The scripts are written today also, except not for personal diaries but for scientific journals and magazines. Unlike my childhood stories, these are not so romantic but full of logics and rationales. The imagination was somehow losing its way in the maze of hard facts and concrete evidence of scientific realm until I realized it should not be like this. And from this realization, my weblog arises, primarily to find out the hidden imagination, rejuvenate the dying romanticism from the hard soils of reality. 

In a nutshell, this is my weblog coming from the heart of a child who never ceases to be amused and from the brain of a man who never accepts reality without evidence.

file2-2.jpeg
bottom of page